আকতার হোসেন,সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ উপজেলার মনোহরগঞ্জে শনিবার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অবিস্ফোরিত ২০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে মনোহরগঞ্জ উপজেলা ঝলম গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী মনোহরগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বোমা গুলো উদ্ধার করে।
তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি আবদুল হাই সরকার সময় সংবাদ বিডিকে বলেন, এটি দেশব্যাপী নাশকতার একটি অংশ।
তিনি আরও বলেন, পেট্রোল বোমা মেরে নাশকতা করার জন্য এ বোমা গুলো তৈরি করা হয়েছিলো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি।