বাড়িবরিশালমনপুরায় কার্গো-লঞ্চ সংঘর্ষে নিখোঁজ এক, আহত তিন

মনপুরায় কার্গো-লঞ্চ সংঘর্ষে নিখোঁজ এক, আহত তিন

 

ভোলাসময় সংবাদ বিডি,ভোলা: ভোলা জেলার মনপুরার কীর্ত্তনখোলা নদীতে কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একজন নিখোঁজ ও তিনজন আহত হয়েছেন।

নিখোঁজ ব্যক্তির নাম বাশার (২৫)। তবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার রাত পৌনে ৯টার দিকে থেকে চরমোনাই মাহফিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন জাফর, আজাদ ও ফারুক নামে আরো তিন যাত্রী।

লঞ্চের যাত্রীদের বরাত দিয়ে মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) জালাল জানান, সোমবার বিকেলের দিকে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট থেকে এফ বি নুরুল নামে একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে বরিশালের চরমোনাই মাহফিলের দিকে যাচ্ছিল।

রাত পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা অপর একটি কার্গো জাহাজের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে লঞ্চ থেকে ৪/৫ জন যাত্রী নদীতে পড়ে যান।

এ সময় চারজনকে উদ্ধার করা হলেও বাশার নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

তাকে উদ্ধারের জন্য অন্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img