বাড়িছবির খবরমঞ্চে পড়ে গেলেন ম্যাডোনা

মঞ্চে পড়ে গেলেন ম্যাডোনা

mad-dona-1424959853

বিনোদন ডেস্ক,সময় সংবাদ বিডি :

ব্রিট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে পারফর্ম চলাকালে মঞ্চেই পড়ে গেলেন পপ তারকা ম্যাডোনা। তবে কোনো রকম আঘাত পাননি তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের সংগীতের মর্যাদাপূর্ণ ব্রিট অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে পারফর্ম চলাকালীন এ দুর্ঘটনার শিকার হন তিনি। এভাবে পড়ে যাওয়ার কারণ হিসেবে নিজের ইন্সটাগ্রাম বার্তায় ৫৬ বছর বয়সি ম্যাডোনা তার আঁটোসাঁটো আরমানি কেপকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, আমার সুন্দর কেপটা খুব শক্ত করে বাঁধা ছিল। তাতে টান লেগে পড়ে গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি, আমি আবার উঠে দাঁড়িয়েছে। সব ঠিক আছে। শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img