বাড়িআন্তর্জাতিকভূমধ্যসাগরে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

news_img

আন্তর্জাতিক ডেস্ক,সময় সংবাদ বিডি- :

অভিবাসী বোঝাই ২টি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। নৌকা ২টিতে ২০০ অভিবাসী ছিল। বুধবার জাতিসংঘ শরণার্থী সংস্থা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, নৌকাডুবিতে ২০০ যাত্রী নিখোঁজ । এদের অধিকাংশ মারা গেছে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

অভিবাসীরা ৩টি নৌকা করে লিবিয়া থেকে ইটালি প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিটি নৌকাতে ১০০ অভিবাসী ছিল। নৌকা গুলো কবে ডুবে গেছে তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ইটালির উপকূল রক্ষীদের হাতে ডুবে যাওয়া নৌকার ২জন যাত্রী উদ্ধার হয়। তাদের কাছ থেকে নৌকাডুবির এ কাহিনী শোনে ইটালির উপকূল রক্ষীরা।

সূত্র মতে, ৩টি নৌকা একই সময় লিবিয়া ছেড়েছিল। ১টি নৌকা ইটালি উপকূল রক্ষীদের হাতে ধরা পড়ে। সেখানে ১০৫ জন অভিবাসী ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img