বাড়িপ্রধান খবরভালোবাসা দিবসে বেড়াতে না দেওয়ায় এক ছাত্রীর আত্মহত্যা

ভালোবাসা দিবসে বেড়াতে না দেওয়ায় এক ছাত্রীর আত্মহত্যা

1404317986_44045_49384
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব ভালোবাসা দিবসে বন্ধুদের সঙ্গে বেড়াতে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন আফরোজা খাতুন  নামে এক মাদ্রাসা ছাত্রী।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাশ গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ভাদাশ গ্রামের মহব্বত উল্লার মেয়ে ও তাড়াশ মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী আফরোজা ভালোবাসা দিবসে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য শুক্রবার রাতে তার মাকে অনুরোধ করেন।

কিন্তু মায়ের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অভিমানে শনিবার দুপুরে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সময় সংবাদ বিডিকে জানান, তার আত্মহত্যার খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img