বাড়িবিনোদনভালোবাসা দিবসে আসছে নিষাদের “কলমীলতা”

ভালোবাসা দিবসে আসছে নিষাদের “কলমীলতা”

bukchuda

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ খুব ছোটবেলাতেই সংগীতে হাতে খড়ি এই নবীন কন্ঠ শিল্পীর। বাবা দক্ষিণ বঙ্গের একজন সনামধন্য সঙ্গীত শিক্ষক ছিলেন। মূলত বাবার হাত ধরেই গানের ভূবণে প্রবেশ করা নবাগত এই শিল্পীর।

শিশু–কিশোর-যৌবন জুড়েই যার গান আর গান। সবার সামনে এই তারুণ্য শিল্পীর আগমন বিশ্ব ভালোবাসা দিবসে নতুন এ্যালবাম নিয়ে। তাইতো ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে সবার হৃদয় কাড়তে আসছে, এসকে সমীর ফিচারিং শিল্পী নিষাদের প্রথম একক এ্যালবাম “কলমীলতা”।

এই এ্যালবামটি সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আমেজের মোট ৮টি গান নিয়ে। এ্যালবামটিতে কথা ও সুর করেছেন, ওস্তাদ মো. মোজাম্মেল হক, এসকে সমীর, ফিরোজ কবীর ডলার, লুৎফর হাসান, শমসের ওলী ও শহিদুর রহমান।
এ্যালবামটি সম্পর্কে নবাগত শিল্পী নিষাদ বলেন, ছোটবেলা হতেই সঙ্গীত পরিবারে আমার বেড়ে ওঠা।

পরবর্তীতে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কন্ঠ সঙ্গীতের উপর আমার উচ্চশিক্ষা গ্রহন করা। আর তখন থেকেই আমার ইচ্ছা একজন ভালো সঙ্গীত শিল্পী হওয়া। আমার সেই আশা বুঝি সফল হতে চলেছে।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস এ্যালবামের প্রতিটি গান সবার হৃদয় কাড়তে সক্ষম হবে। কেননা প্রতিটি গান সুখ,দুঃখ,আনন্দ,বেদনায় সম্বৃদ্ধ।

উল্লেখ্য, এ্যালবামটি ঈগল মিউজিক থেকে প্রকাশিত হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img