বাড়িক্রিকেটভারতে জয়ের ধারা অব্যাহত

ভারতে জয়ের ধারা অব্যাহত

indiawalk

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নিজেদের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় জয় পেল মহেন্দ্র সিং ধোনীর ভারত। ১০৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

সংযুক্ত আরব আমিরাতের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাটিংয়ে নামেন ভারতের দুই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক করে ৫৭ রানে অপরাজিত থাকেন রোহিম শর্মা। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

এর আগে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ দিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলীয় ৭১ রানে ৯ উইকেট হারানো আমিরাতের হয়ে গত ম্যাচের শতক হাঁকানো শাইমান আনোয়ার এ ম্যাচে করেন ইনিংস সর্বোচ্চ ৪৫ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে যাদবের বলে বোল্ড হন তিনি।

এবারের বিশ্বমঞ্চে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দু’দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়ে মাঠে নামে মহেন্দ্র সিং ধোনীর দল। আর নিজেদের তৃতীয় ম্যাচেও বড় জয় পেল তারা।

অন্যদিকে, এ ম্যাচের আগে আরব আমিরাত বিশ্বকাপের এ আসরে দুটি ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরে মাঠে নামে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img