স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মাছ ধরার সময় লংকান সমুদ্রসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতের ৮৬ জেলে ও জেলেদের বহনকারী ১০ টি নৌকা আটক করেছে শ্রীলংকার নৌবাহিনী।
শুক্রবার জেলেদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ইন্দিকা সিলভা বলেন, বৃহস্পতিবার রাতে শ্রীলংকার পূর্বাঞ্চলের উত্তরাঞ্চল রাজ্যের মুলাইথিবু উপকূল থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। এদের বন্দরনগরী ত্রিণকোমালির পুলিশের কাছ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
শ্রীলংকায় গত ৯ জানুয়ারি মৈথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির মৎসজীবীরা অভিযোগ করে আসছিলেন, অনেক ভারতীয় জেলে তাদের সমুদ্রসীমায় প্রবেশ করে অবৈধভাবে মৎস আহরণ করছেন। কিন্তু কোনো পক্ষই কার্যত পদক্ষেপ নিচ্ছে না।
এই জেলেদের আটকের পর অনিবার্য কারণে আগামী ৫ মার্চ অনুষ্ঠেয় শ্রীলংকা ও ভারতের মধ্যকার মৎসজীবী বিষয়ক আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কলম্বোর ফিশারিজ বিভাগ।