সময় সংবাদ বিডি ঢাকা || ভারতের ওড়িশায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২ জুন) ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।