স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবিশ্বকাপের পুল ‘এ’ ম্যাচে মেলবোর্নে টসে জিতে বাংলাদেশকে ৩৩৩ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। খেলার শুরুতেই উইকেটের মুখ দেখতে পারতো টাইগাররা, তবে সে সুযোগ নষ্ট করেন এনামুল হক বিজয়। খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৪৭ ওভারে ২৪০ রান।
তিলকারত্নে দিলশান আর কুমার সাঙ্গাকারার শতকে বাংলাদেশকে ৩৩৩ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। দিলশান ১৬১ রান করেন ২২০ বলে ও সাঙ্গাকারা ১১৫ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে দুই বার জীবন পাওয়ার পর আউট হন নড়বড়ে লাহিরু থিরিমান্নে। প্রথম ওভারেই জীবন পান লাহিরু থিরিমান্নে। মাশরাফি বিন মুর্তজার বলে এনামুল হককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।
৪৪ রানে সাব্বির রহমানের বলে আবার জীবন পান লাহিরু থিরিমান্নে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। থিরিমান্নেকে স্টাম্পিং করার যথেষ্ট সময় পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে নিতে না পারায় আবারো বেঁচে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।
রুবেল হোসেনের বল স্লিপের ওপর দিয়ে তুলে দিতে চেয়েছিলেন লাহিরু থিরিমান্নে। তবে বল ব্যাটে লেগে থার্ড ম্যানে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন এ বাঁহাতি ব্যাটসম্যান। ঠাণ্ডা মাথায় দুই হাতে ক্যাচ ধরে থিরিমান্নেকে ৫২ রানে বিদায় নিশ্চিত করেন তাসকিন।
একটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জিবন মেন্ডিসের জায়গায় দলে এসেছেন দিনেশ চান্দিমাল।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মমিনুল হক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
শ্রীলংকা দল:
তিলকারত্নে দিলশান, লাহিরু থিরামান্নে, দিমুথ করুণারত্নে, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসেরা পেরেরা, দিনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা এবং সুরঙ্গা লাকমল।