বাড়িব্রেকিং নিউজব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা নিহত এক

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা নিহত এক

সড়ক দুর্ঘটনা

সময় সংবাদ বিডি,ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় মাইনুল হক (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।এ ঘটনায় এলাকাবাসী অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করে এবং পুরাতন কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা মৃত জহিরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের দিকে ঢোকার মুখে অ্যাম্বুলেন্সটি পথচারী মাইনুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় ত‍ার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকি‍ৎসক শ্যামল রঞ্জন দেবনাথ  জানান, মাথা ও চোখে মারাত্মক আঘাত পাওয়ায় মাইনুলের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img