স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১১ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আর নেমেই প্রথম তিন ওভার এক বলে তারা খু্ঁইয়েছে ৪ টি উইকেট। জামসেদ আর উইনুসের পর এবারে ফিরলেন হারিস সোহেল আর আহমেদ শেহজাদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২ রান।
এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ৩১০ রান। ব্রাভো, রামদিন, সিমন্স, স্যামি আর স্যামুয়েলসের ব্যাটে ভর করে ক্যারিবীয়রা এ রান তোলে। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে মাত্র ১৩ বলে ৩টি চার আর ৪টি ছয়ে ৪২ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
সর্বশেষ ১৩টি ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে সর্বশেষ ৮ ম্যাচের একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ৬৮ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে পাকিস্তান জিতেছে ৫৫ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ের তিনটি ম্যাচ টাই হয়।
আর বিশ্বকাপে ৯ বারের দেখায় ৬ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাকি ৩ বার জয়ের দেখা পায় পাকিস্তান। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪টি, বাকি ম্যাচটি টাই।