সময় সংবাদ বিডি ,খুলনা :
রূপালী ব্যাংকের খুলনা করপোরেট শাখা থেকে অভিনব কায়দায় এক মহিলা গ্রাহকের ২৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক।
বৃহস্পতিবার দুপুরে নগরীর স্যার ইকবাল রোডে করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারককে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
গ্রাহকের ছেলে ব্যবসায়ী শেখ মো. ইমরান উদ্দিন জানান, বৃহস্পতিবার তিনি ও তার মা চাঁদ সুলতানা স্যার ইকবাল রোডের আল আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা তুলে পাশেই রূপালী ব্যাংকে সঞ্চয়পত্র কেনার জন্য আসেন। ২৩ লাখ টাকা একটি সাদা-কালো রঙের কাপড়ের ব্যাগের মধ্যে রাখা ছিল।
দুপুর ১২টা ৪৫ মিনিটে ইমরান তার মাকে ব্যাংকের অফিসার রওশন আরার টেবিলের সামনে বসিয়ে রেখে সঞ্চয়পত্রের কাগজ সংগ্রহ ও প্রস্তুত করতে যান। টাকাভর্তি ব্যাগটি মায়ের পায়ের কাছে টেবিলের নিচে রাখা ছিল। ১টা ৫ মিনিটে মায়ের কাছে গিয়ে তিনি দেখতে পান টাকার ব্যাগটি নেই।
তখন মায়ের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন, নীল রঙের ফুলহাতা শার্ট, কালো সোয়েটার, গলায় মাফলার এবং লুঙ্গি পরিহিত এক ব্যক্তি তার মাকে বলেন, আপনার টাকা নিচে পড়ে গেছে। তার মা তাকিয়ে দেখেন কয়েকটি দশ ও বিশ টাকার নোট মেঝেতে পড়ে রয়েছে। তিনি টাকাগুলো কুড়িয়ে তুলতেই দেখেন তার পাশের টাকার ব্যাগটি নেই।
পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টাকা উঠানোর জন্য তার মা নিচু হলে ওই ব্যক্তি পায়ের কাছে থাকা ২৩ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আবদুল মান্নান, সদর জোনের সহকারী পুলিশ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ‘ঘটনার পর তিনি ব্যাংকে যান এবং সিসি ক্যামেরার ভিডিও দেখেন। সেখানে টাকা নিয়ে পালিয়ে যাওয়া লোকটিকে শনাক্ত করা গেছে। তাকে গ্রেফতার অভিযান শুরু হয়েছে।’ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক গৌরী ভাবনা অধিকারী বলেন, ‘ক্যামেরায় সব ধরা পড়েছে। পুলিশ প্রতারককে শনাক্ত করেছে। তদন্তে যদি ঘটনার সঙ্গে আরও কারও জড়িত থাকার প্রমাণ মেলে তাদের গ্রেফতারে ব্যাংক কর্তৃপক্ষ সহায়তা করবে।’