স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে আগামী বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়নি। এ বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
বিরোধী জোটকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দয়া করে পরীক্ষার আগে ২ ঘণ্টা এবং পরে ২ ঘণ্টা পর্যন্ত হরতাল দেবেন না। এ ছাড়া আমরা আশায় থাকলাম বৃহস্পতিবারের পরীক্ষার দিন তারা হরতাল প্রত্যাহার করবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ আহ্বানে সাড়া না দিলে বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিষ্টধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ্ এবং এসএসসি ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) এবং পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষার সূচি নির্ধারিত।
অবরোধের মধ্যে হরতালের কারণে সর্বশেষ রোববারের (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) পরীক্ষা পরিবর্তন করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) নেওয়া হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার থেকে ডাকা ৭২ ঘণ্টা হরতালের পরিধি আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার সকাল ৬টায় হরতাল শেষ হওয়ার কথা থাকলেও আরো ৪৮ ঘণ্টা যোগ হওয়ায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।