বাড়িঅপরাধ ও দুর্নীতিবুড়িচংয়ে জাল নোটসহ দুই যুবক গ্রেফতার

বুড়িচংয়ে জাল নোটসহ দুই যুবক গ্রেফতার

Taka pic

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্নমতি এলাকা থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ দুই জাল টাকা ব্যাবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি বাজার থেকে তাদের আটক করা হয়।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম সময় সংবাদ বিডি ডট কমকে জানায়, রোববার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি বাজারের মুদি দোকানদার জামাল হোসেনের দোকানে দুই যুবক ৫শ’ত টাকার নোটের ভাংতির জন্য আসে। এসময় দোকানী জামাল হোসেন ৫শ’ টাকার নোট দেখে সন্দেহ হয়। জামাল হোসেন ৫শ’ টাকার নোটটি বদলে দিতে বলে। এসময় দুই যুবক ওই টাকাটি বদলে আরো একটি ৫’শ টাকার নোট দেয়। দোকানদার জামাল হোসেন বুঝতে পারে টাকা গুলি জাল।

এসময় সে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে দুই যুবককে আটক করে বুড়িচং থানায় খবর দেয়। পরে বুড়িচং থানার এস আই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহে তল্লাসী চালিয়ে (৫’শত টাকার ৪০ টি) জাল নোট সর্বমোট ২০ হাজার জাল টাকা উদ্ধার করে। পরে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলো- মোঃ শরিফ হোসেন (২২), পিতা তফাজ্জল হোসেন, গ্রাম মুসাগারা, থানা মুরাদনগর, কুমিল্লা। অন্যজন হলো মোঃ ফাহিম খাঁন (২০), পিতা মোঃ জাকির হোসেন খাঁন।

সে ৫২০/১২, খাঁন বাড়ী, বাকলিয়া রাহাতপুল, থানা রাহাতপুল, জেলা চট্টগ্রাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং ২৪, তারিখ ২২/০২/২০১৫ইং।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img