বাড়িজাতীয়বুধবার আদালতে হাজির না হলে গ্রেফতার করা হবে

বুধবার আদালতে হাজির না হলে গ্রেফতার করা হবে

khaleda.

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দুর্নীতির দুই মামলায় বেগম খালেদা জিয়া আগামী বুধবার আদালতে হাজির না হলে পুলিশ আদালতের হুকুম তামিল করবে। তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হবে। এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘খালেদা জিয়া যদি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন, তাহলে সে ক্ষেত্রে চিত্র ভিন্ন হতে পারে। তবে আদালতে হাজির না হলে পুলিশ তাকে গ্রেফতারের মাধ্যমে হাজির করতে বাধ্য।’

পুলিশের ওই সূত্রটি আরো জানায়, ‘খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়া মাত্রই পুলিশ তা দখলে নেবে এবং সেটি সিলগালা করে দেবে বলে যে প্রচারণা রয়েছে, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে ওই কার্যালয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

পুলিশের ওই কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে আরো বলেন, ‘চোরাগোপ্তা হামলা বন্ধ করতেই খালেদা জিয়াকে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে একাধিক মামলায় হুকুমের আসামি করা হয়েছে।

তবে তিনি গ্রেফতার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কি না, তা নিয়েও বিশ্লেষণ করা হচ্ছে।’

খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি সরকারের এমপি-মন্ত্রীরাও কয়েক দিন ধরেই জোরেশোরে বলে আসছেন। মিছিল-মিটিং কিংবা সংসদে সবখানে খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য চাপ দিচ্ছেন সরকারের কর্তা-ব্যক্তিরা।

এদিকে গত ২৫ ফেব্রুয়ারি বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিনই গ্রেফতারি পরোয়ানা ডিএমপির তিন থানায় পাঠানো হয় বলে খবর প্রচারিত হয়।

এর পরের দিনই পুলিশের যুগ্ম কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কোনো থানায় পৌঁছায়নি। গ্রেফতারি পরোয়ানা পাওয়া মাত্রই খালেদা জিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আদালতে খোঁজ নিয়ে জানা যায়, এ-সংক্রান্ত কোনো গ্রেফতারি পরোয়ানা থানায় যায়নি। তবে কেন যায়নি, জানতে চাইলে আদালতের কর্মকর্তারা এড়িয়ে যান।

এ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন তাতে খালেদা জিয়াকে গ্রেফতারে কোনো বাধা নেই। পুলিশ প্রশাসন হয় তাকে গ্রেফতার করবে, নাহলে খালেদা জিয়া নিজেই আদালতে হাজির হয়ে জামিন চাইতে পারবেন।’

আর পাল্টা হিসেবে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ ধরনের গ্রেফতারি পরোয়ানা অবৈধ। খালেদা জিয়াকে গ্রেফতার করাও আইন ভঙ্গের শামিল। সরকারের ইশারায় আদালত প্রভাবিত হয়ে এ ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

মাহবুব হোসেন আরো বলেন, ‘আদালত যদি সন্তুষ্ট হন তবে তিনি (খালেদা জিয়া) জামিন পেতে পারেন। এজন্য তাকে অবশ্যই আদালতে হাজির হতে হবে- এমন কোনো কথা নেই। আর বিচারক এই মামলার কার্যক্রম বন্ধ রাখতেও পারবেন না। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক মামলা চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে, রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গুলশান থানার একটি বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির নির্দেশনা দিয়েছেন।

গুলশান থানার এক কর্মকর্তা বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করলে আদালত এ নির্দেশনা জারি করেন।

এ আদেশ জারি হওয়ার পরপরই খালেদা জিয়ার গুলশানের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। গুঞ্জন শুরু হয় রোববার রাতেই খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে।

তবে খালেদা জিয়ার গ্রেফতার বিষয়ে গুলশান থানার এক কর্মকর্তা জানান, তল্লাশির সময় খালেদা জিয়াকে গ্রেফতার করা না হলেও কার্যালয়ের ভেতরে আর কেউ থাকতে পারবেন না। তা ছাড়া, কার্যালয়ের ভেতরে থাকা কম্পিউটারসহ অন্যান্য মালামালও জব্দের আওতায় আনা হতে পারে।

খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে কোথায় রাখা হবে- এমন প্রশ্নও করা হয় পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে কোথায় রাখা হবে তা একপ্রকার ঠিক করাই আছে।

এজন্য বিকল্প হিসেবে রাজধানীর কোনো একটি বাড়ি জেলখানা বানিয়ে সেখানে রাখা হতে পারে। সেটি কোথায় হবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তবে বাড়িটি মিরপুরের কোথাও হতে পারে। আর সেটি এরই মধ্যে পুলিশপ্রধান ও আইজি প্রিজন পরিদর্শনও করেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img