স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, তা আজ বিকেল চারটায় জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বর্তমানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে অবস্থান করায় সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী, হরতাল হলে পরীক্ষা হবে না। তবে অবরোধে পরীক্ষা চলবে।
উল্লেখ্য, আজ এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর কথা জানান।