বাড়িঅন্যান্যবিয়ে বাড়িতে এসে লাশ হয়ে ফিরলো মা-ছেলে

বিয়ে বাড়িতে এসে লাশ হয়ে ফিরলো মা-ছেলে

304jahed-09

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ দেবরের বিয়ে খেতে এসে লাশ হয়ে ফিরলো মা ও ছেলে। বিয়ে বাড়ি জুড়ে আনন্দের পরিবর্তে এখন চলছে  শোকের মাতম।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ধিপপুর গ্রামে।

সিঙ্গাপুর প্রবাসী মুক্তারুজ্জামানের ছোট ভাই আক্তার হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবার নিয়ে ঢাকার মালিবাগ এলাকা থেকে নিজ বাড়ি উপজেলার কনকসার ইউনিয়নের ধিপপুর গ্রামে আসে।

শুক্রবার এই বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের কথা ছিলো কিন্তু একটি দুর্ঘটনায় সব কিছু পন্ড হয়ে গেছে এখন শোকের মাতম চলছে বিয়ে বাড়ি জুড়ে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিয়ে বাড়িতে লোকজন যখন আনন্দে উল্লাস করছে ঠিক সেই মুহুত্বে ১১ বছর বয়সের আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে উঠানে আসার পথে বরের স্টেজের পাশে অসাবধানতা ভাবে জেনারেটরের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।

ছেলেকে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়তে দেখে সাথে সাথে মা নাহিদা আক্তার ছেলেকে বাচাঁতে গেলে মা ও তারের সাথে জড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তারের বড় ভাই এবাদত আলী জানান, আব্দুল্লাহ তার বোনের এক মাত্র ছেলে। একটি দুর্ঘটনা তাদের পরিবারের সব স্বপ্ন কেড়ে নিয়েছে।

জেনারেটরের অপারেটরের গাফলতির কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। এ ছাড়া জেনারেটরের পাওয়ার বাড়াতে বিদ্যুতের সাথে জেনারেটরের তারের সংযোগ দেয়া হয়েছিলো বলে তারা জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img