স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ কানাডার বিপক্ষে সেন্ট লুসিয়াতে ২০০৭ বিশ্বকাপে ২০ বলে বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে এসে আবারও রেকর্ড করলেন তিনি। নিজের সেই পুরোনো রেকর্ড ভেঙে মাত্র ১৮ বলে ৫০ রান করেন।
ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৭.১ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ১০৫ রান। ম্যাককালাম ২৫ বলে ৭৭ রান করে আউট হন।
এর আগে ইংল্যান্ডকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল।
টস হেরে আগে ফিল্ডিং পাওয়া নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির বোলিং ঝড়ে উড়ে যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একাই ৭ উইকেট তুলে নেন সাউদি। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনি চলতি বিশ্বকাপের মঞ্চে ইনিংস সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জো রুট করেন ইনিংস সর্বোচ্চ ৪৬ রান।