ক্রীড়া ডেস্ক, সময় সংবাদ বিডি-
ঢাকা: এবারের বিশ্বকাপে কারা আলো ছড়াবেন? ভক্তদের চোখ থাকবে কাদের ওপর? এই বিষয়ক অনলাইলে একটি জরিপ করা হয়। আর এই জরিপে ৩৪ হাজারেরও বেশি মানুষ ভোট দিলেন অনলাইনে। বেছে নিলেন তাঁদের পছন্দের খেলোয়াড় কে।
আর ভক্তদের বিচারে সেই স্বপ্নের একাদশে রয়েছেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলি। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দল থেকে একমাত্র প্রতিনিধি তিনিই। আর একাদশে কোহলির সঙ্গে রয়েছেন সাকিব আল হাসানও। তিনিও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
দলে মোট ৫ জন ব্যাটসম্যান, দুজন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ও তিনজন বোলারকে রাখা হয়েছে।
অনলাইনে পাঠকদের বিচারে বিশ্বকাপের স্বপ্নের একাদশ : হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, জেমস ফকনার, মিচেল জনসন, ডেল স্টেইন ও লাসিথ মালিঙ্গা।