বাড়িআন্তর্জাতিকবিমান হামলায় ৫০ আইএস জঙ্গি নিহত

বিমান হামলায় ৫০ আইএস জঙ্গি নিহত

news_img

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি:-

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে মিশরের চালানো বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে। রবিবার আইএস ২১ মিশরীয়কে শিরশ্ছেদ করার পর সোমবার তাদের লক্ষ্য করে এ হামলা চালায় মিশর।

বার্তা সংস্থা রয়টার্স অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিশর আইএস বিরোধী অভিযানে অংশ নিবে না বলে জানিয়েছিল। কিন্তু প্রতিবেশী দেশ লিবিয়ার পরিস্থিতি খারাপ হতে থাকলে, মিশরকেও তার দেশের নিরাপত্তা নিয়ে এখন ভাবতে হচ্ছে। তাই দেশটি আইএস বিরোধী অভিযান শুরু করেছে।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে জানানো হয়, তারা লিবিয়ায় আইএস’র ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্র ভান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

লিবিয়ার বিমান বাহিনীর কমান্ডার শাকের আল-জোরৌশি জানান, মিশরের বিমান হামলায় ৪০ থেকে ৫০ জঙ্গি নিহত হয়েছে। মিশরের সাথে যৌথভাবে সোমবার ও মঙ্গলবার আরও বিমান হামলা চালানো হবে বলে জানান শাকের আল-জোরৌশি।

ত্রিপোলি ভিত্তিক আইএস’র পার্লামেন্ট ওই নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে।

এদিকে মিশর ওই শিরশ্ছেদের ঘটনায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img