বাড়িঢাকাবিমানবন্দর সড়কে ২ বাসে সংঘর্ষ, নিহত ১

বিমানবন্দর সড়কে ২ বাসে সংঘর্ষ, নিহত ১

road_0
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বিমানবন্দর এলাকায় ছালসাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- শামীম (৩৯), ইসমাইল হোসেন (৩৫), জয়নব আক্তার (২০), মিজান (৫০) ও রিনা আক্তার (২০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা ১২ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিমানবন্দর থানার কাউলা এলাকায় বেলা ১২টার  দিকে ছালসাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েজন আহত হন। আহত একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরির্দশক (এসআই) ফরহাদ হোসেন জানান, ঘটনাস্থলে একজন গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img