বাড়িঅপরাধ ও দুর্নীতিবিদেশি পিস্তলসহ আটক ৩

বিদেশি পিস্তলসহ আটক ৩

55-1418414968

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সাভারে একটি বিদেশি পিস্তলসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মনির হোসেন (৩০), বাবুল খান (৪৩) ও রফিক (৪০)।

পুলিশ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ব্রিজের কাছে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওই তিন ব্যক্তি। এ সময় র‌্যাব-৪ এর একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আজহারুল ইসলাম সময় সংবাদ বিডিকে জানান, র‌্যাব-৪ সদস্যরা অস্ত্রসহ আটক তিন জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার পর দুপুরের মধ্যে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img