স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সাভারে একটি বিদেশি পিস্তলসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনির হোসেন (৩০), বাবুল খান (৪৩) ও রফিক (৪০)।
পুলিশ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ব্রিজের কাছে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওই তিন ব্যক্তি। এ সময় র্যাব-৪ এর একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আজহারুল ইসলাম সময় সংবাদ বিডিকে জানান, র্যাব-৪ সদস্যরা অস্ত্রসহ আটক তিন জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার পর দুপুরের মধ্যে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।