স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ভারতের পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতার বিরুদ্ধে আট বছরের শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে । অভিযুক্ত দুই নেতার নাম সুবল দে এবং রমেন দাস।
মঙ্গলবার ঘটনাটি ঘটে দমদম ক্যান্টনমেন্টে এলাকার কালীগ্রাম কলোনীতে। ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এই দুই নেতা পলাতক।
নির্যাতিতার পরিবারকে অর্থ দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা এবং হত্যারও হুমকী দেয়া হয়েছে বলে এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের পক্ষে দমদম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।