বাড়িব্রেকিং নিউজবিএনপি নেতা মেজর হানিফ গ্রেফতার

বিএনপি নেতা মেজর হানিফ গ্রেফতার

hanif
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বনানী ডিওএইচএস থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর হানিফকে (অব.) আটক করেছে পুলিশ বলে দাবি করেছে বিএনপি। তবে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করছে পুলিশ ।
শনিবার সকালে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি বিএনপির।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, নির্বাহী কমিটির সদস্য মেজর হানিফ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য মাহবুবুর রহমানের বনানীর বাসায় যাচ্ছিলেন । এমন সময় বাসার কাছ থেকে পুলিশ তাকে আটক করে।

 

তবে বনানী ও গুলশান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে বলেন, হানিফ নামে বিএনপির কোনো নেতাকে গ্রেফতার করা হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারাও গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img