বাড়িঅন্যান্যবিএনপি-জামায়াত এমনিতেই নিষিদ্ধ হবে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত এমনিতেই নিষিদ্ধ হবে: প্রধানমন্ত্রী

hasina19_118159_0
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল-অবরোধের নামে প্রতিটি নাশকতার তদন্ত হচ্ছে। তদন্তে প্রমাণ পেলে খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা হবে। বিএনপি-জামায়াত নিষিদ্ধের দাবি উঠেছিল। তারা দেশে যেভাবে সহিংসতা চালাচ্ছে এতে এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
নাশকতা দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের অভাব নেয়। প্রচলিত আইনে নাশকতাকারীদের বিচার হচ্ছে। তবে বিশেষ ট্রাইব্যুনাল নয়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে এদের বিচার করা হবে।’
নাশকতাকারী, হুকুমদাতা ও অর্থযোগানদাতাদের পাশাপাশি উস্কানিদাতাদেরও খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘নাশকতা দমনের জন্য যতটা কঠোর হওয়া দরকার, ততটা কঠোর হবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img