আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জোড্ডা ইউনিয়নের পানকরা আওয়ামী-লীগে যোগদান করেছে।
শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজীর হাতে ফুল দিয়ে তারা আওয়ামী-লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জোড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নবীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান ভূঁইয়া রোকন, জোড্ডা ইউপি ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন (সাবলু), আবদুল কাইয়ুম মাসুদ, বেলাল হোসেন বিল্লাল প্রমূখ।