বাড়িপ্রধান খবরবিএনপির গুলশান কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি শুরু

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি শুরু

gulshan

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে গুলশান ৮৬ নম্বর রোডের দক্ষিণ মাথায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ জমায়েত হয়ে মিছিল শুরু করেছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে এই ঘেরাও কর্মসূচি শুরু হয়।

খুব শিগগিরই সেখানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আসার কথা রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img