স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল আরো ৩৬ ঘণ্টা বাড়তে পারে বলে জোটের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে করে রবিবার থেকে শুরু করে টানা ৭২ ঘণ্টার হরতালের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে ২০ দল।
দলের একাধিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার যে কোন সময় বর্ধিত এ হরতালের ঘোষণা আসতে পারে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের মধ্যে মঙ্গলবার সারাদেশে চলমান ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন চলছে।
হরতালের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘হরতাল-অবরোধ চলছে। ৭২ ঘণ্টার হরতাল কাল শেষ হবে। তবে এ হরতাল আরও বাড়ানো হবে কি না তা এখনও ঠিক হয়নি। এনিয়ে বিএনপি চেয়ারপারসন সিদ্ধান্ত দেবে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক দায়িত্বশীল সূত্র জানায়, ‘রাতে হরতাল বাড়ানোর ঘোষণা আসবে। হরতাল আরও ৩৬ ঘণ্টা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’