বাড়িবিনোদনবাসে পেট্রলবোমা নিক্ষেপ করলেন জনপ্রিয় টিভি অভিনেতা সজল

বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলেন জনপ্রিয় টিভি অভিনেতা সজল

image_400_74406

বিনোদন ডেস্ক,সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলেন জনপ্রিয় টিভি অভিনেতা সজল নূর। এ ঘটনায় হাতেনাতে ধরাও পরেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা সজলকে আটক করে গনধোলাই দিয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রাজধানীর মগবাজারের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটান তিনি। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠিক কী কারণে সজল বাসে পেট্রল বোমা মারলেন, কার ইন্ধনে তিনি এ কাজ করেছেন সেটা এখনো জানা যায়নি। সকলেই অপেক্ষায় আছেন বিষয়টি জানার জন্য।

তবে হৃৎপিন্ড কেপে যাওয়া সজলের ভক্তরা জেনে আস্বস্ত হবেন যে, পেট্রল বোমা হামলাকারী হিসেবে সজল এরকমই একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন জি এম সৈকতের নতুন নাটকে।

নাটকটির নাম ‘পেট্রোল বোমা’। নাটকটি শিঘ্রই যে কোন একটি চ্যানেলে প্রচার করা হবে। নাটকটিতে সজল ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, পারভেজ মোশাররফ, রেশমী, এস এম মহসীন, উচ্ছাস, মিলন, দোলন, নাতাশা, জেরিন, সাজু ও অন্যান্য অভিনয় শিলপীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img