বাড়িঅপরাধ ও দুর্নীতিবাসে আগুন ঢাকা মাওয়া রুটের গোধূলী পরিবহনে

বাসে আগুন ঢাকা মাওয়া রুটের গোধূলী পরিবহনে

lohajong-bus-photo-1

রুবেল ইসলাম.

লৌহজং প্রতিনিধিঃ  দুর্বৃত্তদের দেয়া আগুনে এবার পুড়ল ঢাকা মাওয়া রুটের গোধূলী পরিবহনের একটি বাস । রোববার দিবাগত ভোররাত ৪টার দিকে লৌহজং উপজেলার মাওয়া বাজার মাঠ সংলগ্ন দক্ষিণ মেদিনীমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাসটির পেছনের ও সাইডের ৫/৬টি গ্লাস ভেঙে ও ভেতরের বেশকিছু বসার সীট ও ডেকরেশনের মালামাল পুড়ে গেছে ।দিনে বাসটি মহাসড়কে চলাচল করে রাতে একই এলাকার বাসমালিক আইয়ুব হোসেনের  বাড়ীর পাশে ঐ স্থানে পার্কিং করে রাখা হয়েছিল।তবে ঘটনার সময় বাসের ভেতর বাসচালক ও হেলপার কেউই অবস্থান না করায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার পরপরই ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো:শামসুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকতা তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
মাওয়া নৌ পুরিশের ইনচার্জ এসআই মো:ইউনুস আলী ঘটনার সততা নিশ্চিত করে সমকালকে জানান,দুর্বৃত্তরা আনুমানিক ভোররাত ৪টার দিকে ঢাকা মাওয়া সড়কের (ঢাকা মেট্রো জ-১৪-১৮৩৭) বাসটির পেছনের ও সাইডের ৫/৬টি গ্লাস ভেঙে ভেতরে আগুন দেয়।এতে বাসের ভেতরের বেশকিছু বসার সীট ও ডেকরেশনের মালামাল পুড়ে গেছে। তবে কি দিয়ে আগুন দেয়া হয়েছে তা এখনো বোঝা সম্ভব হয়নি ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img