বাড়িপ্রধান খবরবার্নিকাটসহ ইইউ কূটনীতিকরা খালেদার কার্যালয়ে!

বার্নিকাটসহ ইইউ কূটনীতিকরা খালেদার কার্যালয়ে!

Police BNP office gulshan

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ ইউরোপীয় ইউনিয়নের আট সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর গুলশানের কার্যালয়ে গেছেন। পতাকাবিহীন একটি মাইক্রোবাসে করে তারা একযোগে ভিতরে ঢোকেন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার সময় তারা রাজনৈতিক কার্যালয়ে যান। এসময় কয়েকজন সাংবাদিক কথা বলতে চাইলে তাদেরকে এড়িয়ে কূঠনীতিকরা ভেতরে ঢুকে পড়েন।

একাধিক দায়িত্বশীল ‍সূত্র সময় সংবাদ বিডি ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৮ থেকে ১০টি দেশের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন। কিন্তু কেন প্রবেশ করেছেন তা এখনও নিশ্চিত নই। তবে মনে হচ্ছে তারা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।

চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা সাইরুল কবির খান বলেন, কয়েকটি দেশের প্রতিনিধিরা ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে তারা কী কারণে প্রবেশ করেছে এ বিষয়টি আমি এখনও নিশ্চিত নই। বৈঠকে খালেদার সঙ্গে আর কে কে রয়েছে তা জানা যায়নি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তারা মূলত খালেদা জিয়ার কার্যালয়ে গেছেন বলে আভাস দিয়েছে দলীয় সূত্র।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এটিই বার্নিকাটের প্রথম বৈঠক। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি, ফ্রান্স, জার্মান ও নেদারল্যান্ডের হাইকমিশনার ও রাষ্ট্রদূত।

এছাড়া বৈঠকে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  খালেদা জিয়া যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন-এ খবরটি যখন সারাদেশে আলোচিত, ঠিক তখন প্রভাবশালী রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে গেলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img