সময় সংবাদ বিডি ঢাকা || প্রতিবছরের মতো এবারও জাতীয় পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ জুন ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় । দ্বিতীয়টি সকাল ৮ টায়, তৃতীয়টি সকাল ৯ টায়, চতুর্থটি সকাল ১০ টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। প্রথম জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।