স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ মঙ্গলবার বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
রাজনৈতিক অস্থিরতার কারণে এবার শুরু থেকে সাপ্তাহিক ছুটির দুই দিন ছাড়া অন্য দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম হয়। তাই মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। পরে তাঁদেরই একটি অংশের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ
নির্ধারিত সময়ের চেয়ে ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি। এর ফলে মাসব্যাপী এই মেলা শেষ হচ্ছে ৪১ দিনে।
রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করেছে।
মেলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
শেষ বেলায় মেলা জমে উঠেছে। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে বেড়েছে বিক্রিও। কোম্পানিগুলো বিক্রি বাড়াতে দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য বিক্রিতে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মোবাইল ফোন সেট। এরপর ক্রোকারিজ, মেলামাইন, প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি হয়েছে। এছাড়া এবারের মেলায় ব্লেজার কিনতেও মেলার শো-রুমগুলোতে সারামাস ক্রেতাদের ভিড় দেখা গেছে।
এদিকে, শ্রেষ্ঠ প্যাভিয়িলন ও বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকেও ক্রেস্ট প্রদান করবে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি।
জানা গেছে, গতবারের মতো এবার দেশীয় প্রতিষ্ঠান ওয়াল্টনের মেলায় বিক্রি বেড়েছে ১০ শতাংশ। পূর্বের ধারাবাহিকতায় এবারও বিক্রির শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
স্বাগত বক্তব্য দেবেন রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। প্রধান অতিথি মেলায় আগত প্যাভিলিয়ন এবং স্টল মালিকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন।