বাড়িঅপরাধ ও দুর্নীতিবাড্ডায় বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ

বাড্ডায় বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ

Badda_sm_396925820

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও নগদ টাকাসহ আটক হয়েছে আরো দুই ডাকাত।

মঙ্গলবার দুপুর  দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানা ওসি আব্দুল জলিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুদারাঘাট এলাকার ৬ নম্বর রোডের ৪ নম্বর বাসায় ডাকাতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সাত-আট জনের ডাকাতদল পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হলো, শাকিল (২৫), পিয়ার হোসেন (২৬) ও শহীদুল (২৭)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ওসির দাবি, ঘটনাস্থল থেকে তিন হাজার মার্কিন ডলার, দুই লাখ ৬০ হাজার টাকা, আনুমানিক ৬ ভরি স্বর্ণ, দুইটি মোবাইল সেট, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img