সময় সংবাদ বিডি ঢাকা ||নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সরজমিনে দেখা গেছে, রামপুরা ব্রিজ থেকে মেরুর বাড্ডা এলাকা পর্যন্ত শিক্ষার্থীরা সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে।
আজ বৃহস্পতিবার ( ১৮ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এইদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুর বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে, প্রগতি স্মরণীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১ টার আগেই শিক্ষার্থীরা জোড়া হতে থাকে রাস্তায়। এসময় তারা কোটা সংস্কারের স্লোগান দেয়। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারের স্লোগান দেয়। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান দেখতে পাওয়া গেছে।