সময় সংবাদ বিডি ঢাকা || প্রস্তাবিত বাজেটে বাড়ছে মোবাইল ফোনের দাম। কেননা সেলফোন উৎপাদনে সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ ভ্যাট বসাচ্ছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এছাড়া ও শুল্ক বানানোর প্রস্তাব করা হয়েছে সফটওয়্যার আমদানিতে ও। যন্ত্রাশ তৈরি করে যেসব প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করে তাদের ওপরেও শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব এসেছে বাজেটে। এছাড়া কমপক্ষে দুটি যন্ত্রাংশ তৈরি করে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপরও ৩ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ ভ্যাট বসানোর আরোপের প্রস্তাব করা হয়েছে।
আবার যন্ত্রাংশ আমদানি করে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর ৫ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়।
এছাড়াও দেশি সফটওয়্যারের সুরক্ষায় বিদেশি
সফটওয়্যার আমদানিতে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে সফটওয়্যার উৎপাদনের এবারই প্রথম ৬ শতাংশ ভ্যাটের প্রস্তাব এসেছে।
এদিকে,স্মার্ট বাংলাদেশে গঠন এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটারে শিল্পের বিকাশ কম্পিউটার, ল্যাপটপের স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান রেয়াতী সুবিধা ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।