স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ১১ তম বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম এবং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় আফগানিস্তান। প্রথম ৩ রানে ৩ উইকেট হারানোর পর সামিউল্লাহ ও মঙ্গোলের ব্যাটে ম্যাচে ফেরার জোর চেষ্টা করে আফগানিস্তান।
কিন্তু বাংলাদেশের বোলিং আকশানের তোপের মুখে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকা আফগানিস্তান ৪২.২ ওভারে ১৬২ রানে অলআউট হয়।
আফগানিস্তান দলের হয়ে সর্বচ্চো ৪৪ রান করেন মোহাম্মাদ নাবি। এছাড়া সামিউল্লাহ করেন ৪২ রান।
বাংলাদেশের হয়ে মুর্তজা নেন ৩ টি, সাকিব ২ টি এবং রুবেল, তাছকিন ও মাহমুদুল্লা নেন ১ টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ১৩৬ ম্যাচ খেলা বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং ২৮ ম্যাচ খেলা ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপে আফগানদের হয়ে বোলিং শুরু করেন ২৫ ম্যাচ খেলা হামিদ হাসান।
সাকিব আর মুশফিকের ব্যক্তিগত দুটি অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত ২৬৭ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে মুশফিক ৭১ রান, সাকিব ৬৩ রান, ও এনামুল করে ২৯ রান।
আফগানদের হয়ে হামিদ হাসান ও আশরাফ নেন ২ টি করে উইকেট।