বাড়িব্রেকিং নিউজবাংলাদেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৪ লাখ

বাংলাদেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৪ লাখ

140925141632_breast_cancer_640x360_sciencephotolibrary
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃসারা বিশ্বের মত বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের সরকারি কোন পরিসংখ্যান না থাকলেও বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ২০১০ সালে ক্যান্সার রোগীর সংখ্যা ছিল আট লাখ। ২০১৫ তে এসে সেটা বেড়ে হয়েছে ১৪ লাখ।
আজ বুধবার বিবিসি বাংলার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়েছেন গাইবান্ধার সুফিয়া বেগম। কিভাবে বুঝতে পেরেছিলেন সমস্যাটি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে বুঝতে পারিনি। একটু ব্যথা করতো। ডাক্তারের কাছে নিয়ে গেলো। তারা পরীক্ষা করলেন”।

“পরীক্ষা করে যেদিন ক্যান্সার ধরা পড়লো তার সাতদিনের মধ্যেই আমার অপারেশন হয়ে গেলো। ২০০৭ সালে প্রথম স্টেজে ধড়া পড়েছে। এমনকি কেমোথেরাপিও দিতে হয়নি” বলে জানান সুফিয়া।

অপারেশনের পর তাঁর জীবনযাত্রায় কোন পরিবর্তন এসেছিলো জানতে চাইলে সুফিয়া বেগম বলেন, পরিবর্তন তেমন একটা বুঝতে পারিনি। ব্যায়াম করতে হচ্ছে ও ঔষধগুলো নিয়মিত খেতে হয়েছে।

ক্যান্সার ধরা পড়ার পর পরিবারের সদস্যদের মনোভাব কেমন ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবাই প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু অপারেশনের পর তাদের ভয় কেটে গেছে। ডাক্তারও বললো আর কোন অসুবিধা নেই। দেড় মাস হাসপাতালে ছিলাম”।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img