বাড়িখেলাধুলাবাংলাদেশের টার্গেট ৩৩৩ রান

বাংলাদেশের টার্গেট ৩৩৩ রান

11006021_1635347730027341_821294612_n-325x183

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাংলাদেশ কে ৩৩৩ রানের বিশাল টার্গেট দিয়ে শ্রীলঙ্কা! টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ম্যাচের মাত্র চতুর্থ বলেই শূন্য রানে আউট হতে পারতো থিরামান্নে। কিন্তু স্লিপে সহজ ক্যাচ মিস করলো আনামুল। এরপরই বাংলাদেশের দূর্গতি শুরু। যেখানে স্কোর বোর্ডে কোন রান যোগ হবার আগেই থিরামান্নে নিশ্চিত আউট হতো সেখানে ওপেনিং জুটিতেই দিলশান ও থিরামান্নে করলো ১২২ রান।

দুই-তিনবার জীবন পেয়ে থিরামান্নে আউট হলো ৫২ রান করে। এরপর দিলশান ও সাঙ্গাকারা মিলে বাংলাদেশী বোলারদের নিয়ে ছেলেখেলা খেলেছে। ক্যাচ মিস আর দূর্বল ফিল্ডিং গুলো তে বাংলাদেশ আর ম্যাচ ফিরতে পারে নি। শেষ পর্যন্ত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে  ৩৩২/১ দিলশান করেছেন ১৬১ রান ও সাঙ্গাকারা করেছেন ১০৫ রান। বাংলাদেশের হয়ে রুবেল নিয়েছে একটি উইকেট।

ইনিংস বিরতীর পর ৩৩৩রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img