বিনোদন ডেস্ক,সময় সংবাদ বিডি :
বলিউডে এ যাবৎ অনেক জুটি রয়েছে, যাদের সিনেমার পর্দায় দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আবার কিছু কিছু যুগল বাস্তব জীবনেও হয়েছেন জুটিবদ্ধ। এমন কিছু যুগলদের নিয়ে আজকের আয়োজন।
দীলিপ কুমার-সাইরা বানু : যদি বলা হয়, দীলিপ কুমার এবং সাইরা বানু বলিউডের প্রথম জুটি তাহলে ভুল হবে না। তাদের বয়সের পার্থক্য ২১ বছর তারপরেও তারা যেভাবে পর্দায় জুটিবদ্ধ হয়েছেন তা সত্যিই অসাধারণ। আর যেভাবে তারা দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন এ কারণে অবশ্যই তারা প্রশংসার দাবিদার।
ধর্মেন্দ্র-হেমা মালিনি : বলিউডের অন্যতম সেরা জুটি ধর্মেন্দ্র এবং হেমা মালিনি জুটি। তাদের ভালোবাসার কাহিনিই বলে দেয় পরস্পরের ভালোবাসা সম্পর্কে। বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা গেছে।
বলিউডে এ জুটি অনেক জনপ্রিয়। এ জুটি দেখে বলিউডের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। সিনেমার পর্দায় এবং বাস্তবে তাদের রসায়ন ভক্তদের সব সময়ই মুগ্ধ করেছে।
রণধীর কাপুর-ববিতা : হিন্দি সিনেমার এক সময়ের সাড়া জাগানো জুটি রণধীর এবং ববিতা। তাদের সময়ের সবচেয়ে আকর্ষণীয় জুটি ছিলেন তারা। সিনেমার পর্দায় তাদের জুটি এতটাই প্রাণবন্ত হয়েছিল যে বাস্তবেও তারা জুটিবদ্ধ হয়েছিলেন।
ঋষি কাপুর এবং নীতু সিং : সত্তরের দশকে ঋষি কাপুর এবং নীতু সিং দর্শকদের তাদের অভিনয় দিয়ে মাত করেছেন। দর্শকরা তাদের ‘সুপার কিউট’ জুটি হিসেবেই আখ্যায়িত করেছিল। এ জুটি দর্শকদের হতাশ না করে বাস্তবেও জুটি বাঁধেন।
বনী কাপুর এবং শ্রীদেবী : হিন্দি সিনেমার যে কয়েকটি সুন্দরী নায়িকার আবির্ভাব হয়েছে তাদের মধ্যে একজন শ্রীদেবী। মূলত একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম হয়েছিল শ্রীদেবী এবং বনী কাপুরের। স্বামীর প্রতি শ্রীদেবীর ভালোবাসা তার টুইটারের পোস্ট দেখলেই বোঝা যায়। আর বনী কাপুরও শ্রীদেবীর ভালোবাসায় এতটাই মজেছিলেন যে সাত পাকে বাঁধা পড়তে কোনো কিছুই তাকে রুখতে পারেনি।
অক্ষয় কুমার-টুইংকেল খান্না : প্রায় এক দশকেরও বেশি সময় জুড়ে দাম্পত্য জীবন এ জুটির। তারপরেও মনে হয় একেবারে নতুন। তাদের জুটি এতটাই জনপ্রিয় যে তাদের প্রশংসা না করে কেউ থাকতে পারে না। যেন ‘রব নে বানাদি জোড়ি’।
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন বেশ কয়েকটি সিনেমায় জুটি বদ্ধ হয়েছেন। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ‘বচ্চন’ পরিবারের বধূ হওয়ার পর ‘অভিঅ্যাশ’ নামে বলিউডে পরিচিত হয় এ জুটি। হলিউডে ব্যাঞ্জেলিনার মতো বলিউডের অভিঅ্যাশ।
সাইফ আলী খান- কারিনা কাপুর :
বলিউড সিনেমায় তাদের জুটি খুব একটা সাড়া না ফেললেও বাস্তব জীবনে ভালো সাড়া ফেলেছে। একজনের পরিবার হিন্দি সিনেমার ইতিহাসের সঙ্গে জড়িত অন্যজন নবাব পরিবারের ছেলে। দুইয়ে মিলিয়ে রাজকীয় একটি জুটি।