স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর টিয়াখালী সড়কের ঠাকুরবাড়ি পুল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৭টার দিকে নগরীর লাকুটিয়া সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির কর্মীরা। পরে তারা হরতালের সমর্থনে স্লোগান দেয়। এসময় সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়।
বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নগরীর জীবনযাত্রা রয়েছে স্বাভাবিক।