স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বরিশাল নগরীর শহীদ জিয়া সড়কে ও বাজার রোডে সড়কে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার সকাল সাড়ে ৭টায় এই বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া জেলার কোথাও কোন হরতালের সমর্থনে মিছিল বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীর বিভিন্ন পয়েন্টে নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়া মহাসড়কেও রয়েছে তাদের কড়া নজরদারি।