স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার বেলা এগারটার দিকে নগরীর বন্দর থানার বন্দর ভবনের সামনে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল(২৪) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়।
আটক রুবেল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রুহুল আমিনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম সময় সংবাদ বিডিকে বলেন, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে হাতে নাতে ধরেছে স্থানীয় লোকজন।
তিনটি ককটেল বিষ্ফোরণের জন্য ৮’শ টাকা পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। কারা তাকে টাকা দিয়েছে তাদের নামগুলোও জানিয়েছে। মূল হোতাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।