স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ প্রেমের ধারে কাছেই ঘেঁষেন না বিদ্যা সিনহা মিম, অনেক আগেই জানিয়েছেন খুব শিগ্রহি বিয়ে করার ইচ্ছে নেই। কিন্তু হঠাৎ তাকে বধূর বেশে দেখা গেল।
পদ্মপাতার জল নামে একটি ছবির শুটিং-এ বান্দরবানের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় বধূর বেশে দেখা গেল তাকে। জানা যায় গল্পের প্রয়োজনে সেখানে মিমকে বধূ সাজতে হয়েছে। ছবিটিতে তার সহশিল্পী ইমন।
বৈরি আবহাওয়ার কারণে শুটিং বন্ধ ছিল। সেখানে আরও দুই-তিনদিন থাকবেন তিনি। এরপর মিম ঢাকায় ফিরে সুইটহার্ট এবং গুড মর্নিং লন্ডন ছবির শুটিং এ অংশ নিবেন দুটি ছবির কাজই শেষ দিকে।