স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় ট্রাকচাপায় মফিজ উদ্দিন নামে এক মোটরসাইকেলর আরোহী নিহত হয়েছেন।
নিহত মফিজ আনালিয়া বাড়ির মনসুর উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান সময় সংবাদ বিডিকে বলেন, মফিজ মোটরসাইকেলে করে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।