সময় সংবাদ বিডি,বগুড়া :
বগুড়ায় দু’টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ককটেল বিস্ফোরণ ও প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়ক ও বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি এলাকায় কাগজের কার্টুন বোঝাই একটি ট্রাকে (বগুড়া-ট-১১-১২১৫) আগুন দেয় দুর্বৃত্তরা।এ সময় চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওযায় তিনি প্রাণে বেঁচে যায়। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটির সামনের কেবিন ও কাগজের কার্টুন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুজ্জামান জানান, আগুনে ট্রাকটির সামনের অংশের খানিকটা পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
অন্যদিকে নওগাঁ-বগুড়া সড়কের কাহালু উপজেলার পাগলাপীর নামক স্থানে রাত ৮টার দিকে ধানের কুড়া বোঝাই ১টি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় কেউ আহত হয়নি।