বাড়িঅপরাধ ও দুর্নীতিবগুড়ায় যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

news_img

সময় সংবাদ বিডি,বগুড়া :

বগুড়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সভাপতি মানিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি সাবগ্রাম এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।এসময় রাফি (২২) নামে আরেক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবগ্রাম বন্দরে মানিক ও রাফি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দু’জনকেই কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। আহত রাফি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্নস্থানে জখম ছাড়াও তার নাক বিচ্ছিন্ন হয়েছে।

এঘটনার পরপরই যুবলীগ নেতাকর্মীরা সাবগ্রাম এলাকায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, এলাকার জুয়েল দাস নামের এক সন্ত্রাসীর সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মানিকের বিরোধ চলছিল। এ কারণে জুয়েল দাসই মানিক হত্যার সাথে জড়িত থাকতে পারে সন্দেহে যুবলীগ নেতাকর্মীরা জুয়েল ও তার আত্মীয়স্বজনের বাড়িতে ভাঙচুর চালায়। জুয়েলের বিরুদ্ধে ৪-৫টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

মানিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই সাবগ্রাম বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হত্যাকান্ডের পর যুবলীগ কর্মীরা শহরের নারুলী এলাকায় মামুন নামের এক যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বগুড়া শহর যুবলীগের সভাপতি উদয় কুমার বর্মন নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, হত্যাকা- সম্পর্কে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সেসব তথ্য যাচাই বাছাই করে দেখছি। – See more at: http://www.sheershanews.com/2015/03/05/71522#sthash.glUBuoOo.dpuf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img