বাড়িব্রেকিং নিউজবগুড়ায় বাবলু এন্টারপ্রাইজের বাসে আগুন

বগুড়ায় বাবলু এন্টারপ্রাইজের বাসে আগুন

 

বাসে আগুন

সময় সংবাদ বিডি,

বগুড়া:-বগুড়া জেলা শহরের ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ডে  বাবলু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী  বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর ৬টার দিকে  এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় দূর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার ভোর পৌনে ৬টার দিকে বাবলু এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে। যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ করেই একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বাসস্ট্যান্ডে উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাসটির অধিকাংশ পুড়ে গেছে। সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img