স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর পাশে মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয় একজন।
বৃহস্পতিবার ভোরে এ বোমা হামলার ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পেট্রোল বোমা হামলায় ইমরান নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। তবে ঘটনার সাথে যুক্ত কাওকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।